শেখ হাসিনার সুধা সদন এখনও জ্বলছে, চলছে লুটপাট
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/0c8b62baa1738e1396e13ef08aa3585b-66b0cd2a1cf1b.jpg)
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি ৫-এর বাসভবন সুধা সদনে এখনও আগুন জ্বলছে। ভবনটির দুইতালার একটি কক্ষে ও নিচতলার লনে আগুন জ্বলছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুধা সদনে গিয়ে দেখা গেছে, ভবনটির সামনে উৎসুক জনতার ভিড় করেছে। সেখানে কিছু ছিন্নমূল মানুষদেরও দেখা গেছে। তারা সেখান থেকে পুড়ে যাওয়া আসবাবপত্র ও জিনিসপত্র সংগ্রহ করছেন।
সকাল থেকেই বাড়িটি থেকে মূল্যবান সামগ্রী লুটপাট করা হয়েছে। আলমারি, সোফা থেকে শুরু করে বাথরুমের কমোড পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে দুপুরে একজন মধ্যবয়সী নারী সুধা সদনের সামনে গিয়ে বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানালে তার উপর চড়াও হন আশেপাশের মানুষজন। ওই নারী নিজের নাম বকুল ও বাসা ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বলে জানান তিনি।