শাওন-সম্রাটের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি দিল এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, তার স্ত্রী ফারজানা চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করতে যাচ্ছে।
এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) মঙ্গলবার ব্যাংকগুলোকে এ বিষয়ে চিঠি দিয়েছে। নিজেদের ব্যাংক হিসাবে ওরা অবৈধভাবে অর্জিত অর্থ রেখেছেন এই সন্দেহ থেকেই এনবিআর এ আদেশ দিয়েছে।
চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে এনবিআর এ উদ্যোগ নিল। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যমতে, শাওন ও সম্রাট বিপুল অংকের অর্থ অবৈধভাবে অর্জন করেছেন বলে জানতে পেরেছে এনবিআর।
তবে, বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) অথবা কেন্দ্রীয় ব্যাংকের অন্য কোনো সূত্র ব্যাংক হিসাব জব্দের বিষয়ে নিশ্চিত তথ্য দেয়নি।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া জানিয়েছেন, তারা কিছু ব্যাংক হিসাবের বিষয়ে খোঁজখবর রাখছেন। কোথাও মানি লন্ডারিং-এর মতো ঘটনা ঘটেছে কি না অথবা অন্য কোনো ধরনের অবৈধ লেনদেন হয়েছে কি না যাচাই করতে আয়কর রিটার্নগুলো খতিয়ে দেখা হচ্ছে।
তবে তিনি কারও নাম উল্লেখ না করে জানালেন যে, এই তদন্তের অংশ হিসেবেই কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করতে চিঠি পাঠানো হয়েছে ব্যাংকগুলোকে।
এর আগে, গত সোমবার এনবিআর শাওন, সম্রাট ও তাদের স্ত্রীদের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছিল। যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়া ওজি কে শামীমসহ যারাই অবৈধ ক্যাসিনো চালাতেন তাদের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে বিএফআইইউ।