ড্রাফটে নাম না থাকলেও মাশরাফিকে দলে ভেড়ানো যাবে
পাঁচটি দল নিয়ে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, ১২ নভেম্বর। ড্রাফটে ১৫৭ জন ক্রিকেটারের নাম থাকবে। ফিটনেস পরীক্ষা না দেওয়ায় ড্রাফটে রাখা হয়নি মাশরাফি বিন মুর্তজার নাম। তবে কোনো দল চাইলে ড্রাফটের বাইরে থেকেও মাশরাফিকে দলে ভেড়াতে পারবে।
বুধবার এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে থাকলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফিট মাশরাফিকে পাওয়া যাবে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের।
মিনহাজুল আবেদীন বলেছেন, 'মাশরাফির ব্যাপারে একটা চিন্তা আছে। ওর হ্যামস্ট্রিং ইনজুরি আছে। আশা করছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ওকে পাওয়া যাবে। তখন যেকোনো দল চাইলে ওকে সেই দলে দেওয়া যাবে।'
একের অধিক দল মাশরাফিকে দলে নিতে চাইলে সেটার সমাধানও প্রস্তুত রাখবে বিসিবি। তখন লটারির মাধ্যমে মাশরাফির দল চূড়ান্ত করা হবে। প্রধান নির্বাচক বলেন, 'আমি আশা করছি খুব তাড়াতাড়ি ও খেলার মধ্যে ফিরে আসবে। একের বেশি দল যদি ওকে চায়, সেক্ষেত্রে লটারি করে দেওয়া হবে এবং যদি একটা দলই চায় তাহলে সরাসরি সেই দলে খেলতে পারবে।'
বুধবার ড্রাফটের খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। ড্রাফটের খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। 'এ' গ্রেডে আছেন ৫ জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। এই ৫ ক্রিকেটারের পারিশ্রমিক ১৫ লাখ টাকা করে।
'বি' গ্রেডে আছেন ২১ জন ক্রিকেটার, তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। 'সি' গ্রেডে রাখা হয়েছে ২৩ জন ক্রিকেটারকে। এই গ্রেডের ক্রিকেটারদের পারিশ্রমিক ৬ লাখ টাকা। 'ডি' গ্রেডে সর্বোচ্চ ১০৮ জন ক্রিকেটারের নাম আছে। তাদের পারিশ্রমিক ৪ লাখ টাকা। একটি দল সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে।
ইতোমধ্যে পাঁচটি দল চূড়ান্ত হয়েছে। দলগুলো হচ্ছে ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরটির সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস।