জনতা ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি
জনতা ব্যাংক লিমিটেডে 'সিনিয়র অফিসার (প্রকৌশল-টেক্সটাইল)' নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক কলােনী, মতিঝিল, ঢাকা কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।
লিখিত পরীক্ষার জন্য আলাদা কোনাে প্রবেশপত্র ইস্যু করা হবে না। এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার হলে প্রবেশপত্র ও ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ডিভাইস সঙ্গে রাখা যাবে না।