সাইফউদ্দিনের চোটে বিপাকে রাজশাহী
টুর্নামেন্ট শুরু হতে মাঝে মাত্র একদিন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুর দিনই মাঠে নামছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে দলটি। এমন সময়ে বড় ধাক্কাই খেতে হলো রাজশাহীকে। রোববার অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
এদিন আর অনুশীলন করতে পারেননি তিনি। ক্রাচে করে মাঠ ছাড়েন তরুণ এই অলরাউন্ডার। রোববার সকালে মিরপুর একাডেমি মাঠে রাজশাহী দলের ফুটবল অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন। চোটের কারণে তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কায় পড়ে গেছে রাজশাহী।
এমনকি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সাইউফদ্দিন খেলতে পারেন কিনা, তা নিয়েও সংশয় জেগেছে। তরুণ এই অলরাউন্ডারের গোড়ালিতে আজ সন্ধ্যায় স্ক্যানিং করা হবে। এরপর জানা যাবে, সাইফউদ্দিন এই টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা।
এ বিষয়ে রাজশাহীর মিডিয়া ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার হানান সরকার বলেন, 'অনুশীলনের সময় সে গোড়ালিতে চোট পেয়েছে। দলের ফিজিও ও বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে আসে সে। বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে তার চিকিৎসা হচ্ছে। আগামীকাল ফিজিও তার অবস্থা জানাবেন।'
রাজশাহী দলে নেই 'এ' গ্রেডের কোনো ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের দলে নেওয়ার সুযোগ পায়নি দলটি। করোনাভাইরাসে আক্রান্ত থাকায় মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে আগ্রহ দেখায়নি তারা। রাজশাহী প্রথম ডাকে দলে ভেড়ায় সাইফউদ্দিনকে। যাকে নিয়ে বড় পরিকল্পনা, সেই সাইফউদ্দিনকে নিয়েই এখন দলটির বড় উদ্বেগ।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।