এক সপ্তাহ মাঠের বাইরে সাইফউদ্দিন
শঙ্কা তৈরি হয়েছে রোববার। তবু ভালো খবরের আশায় ছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। কিন্তু দলের অন্যতম সেরা খেলোয়াড় মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ভালো খবর পায়নি দলটি। গোড়ালিতে চোট পাওয়া তরুণ এই অলরাউন্ডার এক সপ্তাহের আগে মাঠে ফিরতে পারছেন না। এক সপ্তাহ পর্যবেক্ষণের পর জানা যাবে সাইফউদ্দিন খেলতে পারবেন কিনা।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুর দিনই মাঠে নামছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে দলটি। এমন সময়ে বড় ধাক্কাই খেতে হলো রাজশাহীকে। রোববার অনুশীলনে গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন। এদিন আর অনুশীলন করতে পারেননি তিনি। ক্রাচে করে মাঠ ছাড়েন তরুণ এই অলরাউন্ডার।
সাইফউদ্দিনের বিষয়ে সোমবার রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'অবশ্যই সাইফউদ্দিন অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল আমাদের। দুর্ভাগ্যবশত প্রথম ছয়-সাতদিন আমরা ওকে পাচ্ছি না। এরপর আরেকটা রিপোর্ট পাব। কিন্তু এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই। যেহেতু কাল (মঙ্গলবার) ম্যাচ। যেই দলই হবে, সেটা নিয়ে আমরা খেলতে প্রস্তুত আছি।'
এরআগে একই রকমের তথ্য দেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যানেজার হান্নান সরকার। জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান বলেন, 'সাইফউদ্দিনের কমপক্ষে এক সপ্তাহ লাগবে সুস্থ হতে। ও আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আশা করি এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবে।'
রাজশাহী দলে নেই 'এ' গ্রেডের কোনো ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের দলে নেওয়ার সুযোগ পায়নি দলটি। করোনাভাইরাসে আক্রান্ত থাকায় মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে আগ্রহ দেখায়নি তারা। রাজশাহী প্রথম ডাকে দলে ভেড়ায় সাইফউদ্দিনকে। যার ব্যাটিং-বোলিং নিয়ে রাজশাহীর সবচেয়ে বড় পরিকল্পনা ছিল, সেই সাইফউদ্দিনকে নিয়েই এখন দলটির বড় উদ্বেগ।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।