উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে মুশফিকের ঢাকা
পাঁচ দলের টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। টস ভাগ্য ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের পক্ষে গেছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচটি বেলা দেড়টায় শুরু হবে।
বেক্সিমকো ঢাকার একাদশে জায়গা হয়নি শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি ও শাদাহাত হোসেন দিপুর। রাজশাহীর একাদশে জায়গা পাননি সানজামুল ইসলাম, জাকের আলী অনিক, রেজাউর রহমান ও রাকিবুল হাসান। ইনজুরির কারণে এক সপ্তাহের জন্য ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বিসিবি প্রেসিডেন্টস কাপ সফলভাবে আয়োজন করার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের পাঁচটি দল বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রামের সব খেলোয়াড়কে হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে।
করোনা মহামারির কারণে একটি ভেন্যুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একদিন পরপর দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।
বেক্সিমকো ঢাকা একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম সেখ, নাঈম হাসান, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা ও মুক্তার আলী।
মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ফজলে মাহমুদ রাব্বি, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শেখ মেহেদী হাসান, এবাদত হোসেন, মকিদুল ইসলাম মুগ্ধ ও আনিসুল ইমন।