কী আছে সোহেল তাজের ‘হটলাইন কমান্ডো’তে?
কয়েক মাস আগে ফেসবুকে রীতিমতো ঝড় তুলেছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজের একটি ভিডিও। তাতে দেখা গেল, বাড়ি বাড়ি গিয়ে হন্তদন্ত হয়ে ‘কিছু একটার’ খোঁজ করছেন তিনি। এমন ভিডিও যখন ভাইরাল তখন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জনপ্রিয় সাবেক এই মন্ত্রী জানান, “এটা আসলে কিছুই নয়, একটা টেলিভিশন অনুষ্ঠান। নাম তার ‘হটলাইন কমান্ডো’।
তবে এটি কী ধরনের অনুষ্ঠান বা কবে থেকে প্রচারিত হবে তার কিছুই জানা যায়নি তখন।
এরপর সকল জল্পনার অবসান ঘটিয়ে আরটিভির পর্দায় এল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাংসদ সোহেল তাজের সেই টিভি রিয়েলিটি শো, ‘হটলাইন কমান্ডো’।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টায় আরটিভির পর্দায় বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্নধারার এ অনুষ্ঠানের প্রথম পর্বটি সম্প্রচারিত হল। বাংলাদেশ তো বটেই, পৃথিবীজুড়ে স্ক্রিন-আসক্তির নেতিবাচক দিক ও এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে প্রথম পর্ব নির্মিত হয়েছে।
কারুজ কমিউনিকেশনের নির্মাণে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কাওসার মাহমুদ ও গৌতম কৈরি।
পরিচালক গৌতম কৈরি জানান, বিভিন্ন সামাজিক সমস্যাসহ সুস্বাস্থ্যের প্রতি নজর দিতে এবং মানুষকে সচেতন করতে তৈরি করা হয়েছে ১২ পর্বের এ রিয়েলিটি শোর প্রথম সিজন। এতে সোহেল তাজ ‘হটলাইন কমান্ডো’ টিম নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে নানা সমস্যায় আক্রান্ত মানুষের কথা শুনবেন এবং সমাধান খোঁজার চেষ্টা করবেন।