ফাইজারের ভ্যাকসিন অনুমোদনের সুপারিশ যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের
করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকার জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) বিশেষজ্ঞরা৷
বৃহস্পতিবার দেশটির এই ঔষধ নিয়ন্ত্রক সংস্থার ২৩ সদস্যের প্যানেলের বৈঠকের পর এই সুপারিশ করা হয় বলে বিবিসি'র এক খবরে বলা হয়েছে।
সেখানে বলা হয়েছে, উপদেষ্টা প্যানেল নিশ্চিত হয়েছে যে, ভ্যাকসিনটি ব্যবহারে ঝুঁকির চেয়ে উপকার বেশি।
যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের ভ্যাকসিন নিজ দেশে এখনো অনুমোদন না পেলেও ইতোমধ্যে যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন ও সৌদি আরবে অনুমোদন পেয়েছে। এরমধ্যে যুক্তরাজ্যে টিকাদানও শুরু হয়েছে।
এফডিএ'র উপদেষ্টারা ভ্যাকসিনটি ব্যবহারের সুপারিশ করলেও তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ার জন্য এফডিএ'র ভ্যাকসিন প্রধানের সম্মতি লাগবে। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই তা পাওয়া যাবে।