ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন মুশফিক
সাধারণত মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহিম। কিন্তু সোমবার ছিল ব্যতিক্রম। মাঠে সতীর্থকে মারতে দুইবার উদ্যত হয়েছেন মুশফিক। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে এমন কাণ্ড ঘটানোয় চরম সমালোচিত হয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক। সতীর্থের সঙ্গে এমন আচরণ যে ঠিক হয়নি, সেটা বুঝতে দেরি করেননি মুশফিক। ঘটনার পরদিন সকালেই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন তিনি।
যাকে মারতে উদ্যত হয়েছিলেন মুশফিক, সেই নাসুম আহমেদের সঙ্গে হাসিখুশি একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিজ্ঞ এই ক্রিকেটার লিখেছেন, 'কালকের ম্যাচের ঘটনার জন্য প্রথমত আমি আমার ভক্ত ও সমর্থকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে চাই। ম্যাচের পরই আমার সতীর্থ নাসুমের কাছে আমি ক্ষমা চেয়েছি।'
মুশফিক তার পোস্টে আরও লেখেন, 'দ্বিতীয়ত, আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি সব সময় মনে রাখি যে, আমি একজন মানুষ এবং আমি যে অঙ্গভঙ্গি দেখিয়েছি, তা মোটেও গ্রহণযোগ্য ছিল না। ইনশা আল্লাহ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, ভবিষ্যতে মাঠ বা মাঠের বাইরে এর পুনরাবৃত্তি হবে না, আল্লাহ সবার মঙ্গল করুন।'
বরিশালের ইনিংসের ১৩তম ওভারে ঘটে এই ঘটনা। নাসুমের বলে বড় ছক্কা মারেন বরিশালের আফিফ হোসেন। এই ছক্কা হজম করায় নাসুমের ওপর বিরক্তই হন মুশফিক, তার শারীরিক ভাষাই সেটা বলে দিচ্ছিল। পরের বলে আফিফ মিড-উইকেটে বল পাঠিয়ে এক রান নেন। একসঙ্গে বল কুড়িয়ে আনতে যান নাসুম ও মুশফিক। বল কুড়ালেও উইকেটে না মেরে নাসুমকে মারার জন্য উদ্যত হন মুশফিক!
এখানেই শেষ নয়, ১৭তম ওভারের খেলা চলছিল। পেসার শফিকুল ইসলামের বলে আফিফ শর্ট ফাইন লেগে ক্যাচ তোলেন। ক্যাচ ধরতে ছুটে যান মুশফিক, নাসুমও চেষ্টা করেন ক্যাচটি নিতে। মুশফিক এগিয়ে থাকায় শেষ মুহূর্তে নাসুম দাঁড়িয়ে যান, অধিনায়ককে ক্যাচ নেওয়ার সুযোগ দেন। এবারও নাসুমের ওপর ক্ষিপ্ত হন মুশফিক। ক্যাচটি ধরে মুশফিক আবারও একই ভঙ্গিতে নাসুমকে মারার জন্য এগিয়ে যান। ক্ষিপ্ত মুশফিককে হাত দিয়ে ফেরানোর চেষ্টা করেন নাসুম।