যুক্তরাষ্ট্রে মর্ডানার ভ্যাকসিনের জরুরি অনুমোদন
যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের ক্ষেত্রে দেশটির ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন পেয়েছে মডার্নার তৈরি কোভিড-১৯ এর ভ্যাকসিন।
দেশটিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদিত হওয়ার এক সপ্তাহ পর শুক্রবার মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত এল।
দ্বিতীয় এ টিকাকে অনুমোদন দেওয়ায় যুক্তরাষ্ট্রে শিগগিরই করোনাভাইরাসের আরও কয়েক লাখ ডোজ প্রতিষেধক বিতরণের পথ সৃষ্টি হল বলে জানিয়েছে বিবিসি।
করোনাভাইরাস মহামারির প্রকোপে বিশ্বের যে কোনও দেশের চেয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে। এই সপ্তাহের শুরুতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার বিশেষজ্ঞ প্যানেলের সদস্যরা ২০-০ ভোটে মডার্নার ভ্যাকসিনকে অনুমোদনের সুপারিশ করেছেন। তাদের মতে, ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি ঝুঁকিপূর্ণ না।
গত সপ্তাহে মডার্নার ভ্যাকসিন ৯৪ শতাংশ নিরাপদ ও কার্যকর বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যুক্তরাষ্ট্র কোম্পানিটির সঙ্গে ২০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে। এফডিএ'র অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে ৬০ লাখ ডোজ পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।