ঢাকায় ৭৫ কোটি টাকার সাপের বিষ-সহ আটক ৬
শুক্রবার ভোরে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ-সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুদ রানা, মো. ছফির উদ্দিন শানু, মো. তমজিদুল ইসলাম (মনির), মো. আলমগীর হোসেন, ফিরোজা বেগম ও আসমা বেগম। খবর সময় টিভির।
রাত দুইটার দিকে র্যাব-২-এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা কোনো আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
শুরুতে তারা অস্বীকার করলেও তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে একটি কাচের বয়ামে ওই বিষের সন্ধান পায় র্যাব।
এরপর গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন, তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই বিপুল পরিমাণ বিষ সংগ্রহ করেছেন।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে র্যাব।