পরবর্তী এসএসসি জুনে, এইচএসসি জুলাই আগস্টে: শিক্ষামন্ত্রী
করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে পরবর্তী মাধ্যমিক পরীক্ষা আগামী জুনে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুলাই বা আগস্টে শুরু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিং এ এসে তিনি আরও বলেন, সিলেবাস ছোট করে এই পরীক্ষা নেওয়া হতে পারে।
তিনি আরও বলেন, মহামারীর মধ্যে বিশেষ পরিস্থিতিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে একটি অধ্যাদেশ জারি করতে হবে।
তিনি বলেন, "গত ১৬ মার্চ থেকে প্রত্যক্ষ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। সিলেবাস কাস্টমাইজ করার কার্যক্রম চলছে। ১৫ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের এ বিষয়ে জানাতে পারব।
"পরের স্তরে যেতে যেগুলো প্রয়োজন, সেগুলো মাথায় রেখে সিলেবাসকে কাঁটছাট করে ছোট করা হবে, সেটি আমরা জানিয়ে দেব।"
মন্ত্রী বলেন, "ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়কালে (এসএসসি পরীক্ষার্থীদের) ক্লাসরুমে পড়ানোর উদ্যোগ নেব, সেই চেষ্টা করছি। পরিস্থিতি যদি অনুকূলে থাকে ২০২১ সালের জুন নাগদ এই পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। স্কুলগুলো খুলে দেওয়ার চেষ্টা করব। দশম ও দ্বাদশ শ্রেণি যেন নতুন সিলেবাসে ক্লাস করে পরীক্ষা দিতে পারে।"