ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা
ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউটকে ভ্যাকসিন রপ্তানির বিষয়ে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
এই নিষেধাজ্ঞার ফলে ভারতের সঙ্গে চুক্তি করা অন্যান্য দেশগুলোকে ভ্যাকসিন পেতে আরও কয়েকমাস অপেক্ষা করা লাগতে পারে।
এপি'কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা বলেন, "রোববার ভারতের কর্তৃপক্ষ ভ্যাকসিনটির জরুরি অনুমোদন দিয়েছে, তবে সেখানে শর্ত হচ্ছে ভারতের জনগনকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিনটি রপ্তানি করতে পারবে না।"
তিনি বলেন, "এই মুহুর্তে আমরা শুধু মাত্র ভারত সরকারকেই ভ্যাকসিনটি দিতে পারবো।"
তিনি আরও বলেন, ভ্যাকসিনটি বেসরকারি বাজারের বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
এর আগে রোববার সেরাম ইনস্টিটিউট বলেছিল, অন্যান্য আগ্রহী দেশে ভ্যাকসিনটি রপ্তানির আগে আগামী দুইমাস ভারতের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর দিকে মনযোগ দেবে কোম্পানিটি।
গত শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড ভ্যাকসিনটির জরুরি অনুমোদন দেয় ভারত সরকার।
ভারতের অনুমোদনের পর বাংলাদেশেও ভ্যাকসিনটির অনুমোদনের বিষয়ে নড়চড় শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করেছিল, জানুয়ারির মধ্যেই তারা ভ্যাকসিনটি হাতে পাবে।
এর আগে গত ৫ নভেম্বর, অক্সফোর্ডের ৩ কোটি ডোজ কোভিড টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যালস কোম্পানি বেক্সিমকোর সঙ্গে চুক্তি করেছিল সরকার।
ছয় মাসে প্রথম ধাপে বেক্সিমকোর মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশকে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে সেরামের।
তবে ভারত সরকারের এই নিষেধাজ্ঞার কারণে এই প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে।