অর্ধশত যাত্রী নিয়ে উড্ডয়নের পর নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৫০ এর বেশী যাত্রী নিয়ে উড্ডয়নের পর নিখোঁজ হয়েছে একটি বিমান।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীউইজায়া বোয়িং ৭৩৭ নামে ওই বিমানটি দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের পনিতিয়ানাকে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড়াল দেওয়ার চার মিনিট পর সেটি আকাশে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।
ইন্দোনেশিয়ার পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছেন, অনুসন্ধান অভিযান চলমান রয়েছে।
বিমানটির রেজিস্ট্রেশন ডিটেইল অনুযায়ী, বিমানটি একটি ২৭ বছর পুরনো বোয়িং ৭৩৭-৫০০।