ফিরছে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, এক তারকা বাদ
এইচবিওর তুমুল জনপ্রিয় সিরিজ 'সেক্স অ্যান্ড দ্য সিটি'র নতুন শোতে আবারও নিজ নিজ চরিত্রে একত্রিত হচ্ছেন এর মূল তারকারা। তবে দুই দশক পুরনো ওই চরিত্রগুলোতে এবার চারজনের বদলে দেখা মিলবে তিনজনের। রোববার এ তথ্য জানিয়েছে এইচবিও।
নতুন শোতে থাকবে ১০টি এপিসোড। প্রচার হবে এইচবিও ম্যাক্সে। সেখানে যথারীতি অভিনয় করবেন সারা জেসিকা পার্কার, সিনথিয়া নিক্সন এবং ক্রিস্টিন ডেভিস। ১৯৯০-এর দশকের শেষভাগ ও ২০০০-এর দশকের শুরু থেকে এই সিরিজে তারা যেসব চরিত্রে হাজির হয়েছিলেন, এবারও সেই চরিত্রগুলোতেই দেখা যাবে তাদের।
বসন্তের শেষ দিকে কাজ শুরু হতে যাওয়া এই শোয়ের শিরোনাম হবে 'অ্যান্ড জাস্ট লাইক দ্যাট'।
'এইসব চরিত্রের সঙ্গেই বেড়ে উঠেছি আমি, তাই নতুন অধ্যায়ে তাদের কাহিনি কেমন হবে- দেখার তর সইছে না,' এক বিবৃতিতে বলেন এইচবিও ম্যাক্সের হেড অব অরিজিনাল কনটেন্ট, সারা অব্রে।
তবে সিরিজটির গুরুত্বপূর্ণ চার চরিত্রের অন্যতম সামান্থা জোনসের অভিনেত্রী কিম ক্যাটরেলকে কেন নতুন প্রোডাকশনে দেখা যাবে না, সেই ব্যাখ্যা দেয়নি এইচবিও।
- সূত্র: রয়টার্স