এইচএসসির ফল প্রকাশের অধ্যাদেশের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন
এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২০-এর ফল প্রকাশের একটি খসড়া অধ্যাদেশ আজ (সোমবার) মন্ত্রীসভায় অনুমোদন পেয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এদিন সময় টিভিকে এ তথ্য নিশ্চিত করেন।
আজ মন্ত্রীসভায় এ সংক্রান্ত একটি নতুন অধ্যাদেশের খসড়া উপস্থাপন করেন তিনি।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল এ সপ্তাহে প্রকাশের কথা রয়েছে।
এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, ফল প্রকাশের জন্য একটি নতুন অধ্যাদেশের প্রয়োজন রয়েছে।
গত বছরের ২৯ ডিসেম্বর মন্ত্রী বলেছিলেন, পরীক্ষার ফল প্রস্তুত, তবে প্রচলিত আইনে পরীক্ষা ছাড়াই ফল ঘোষণার বিধান না থাকায় একটি নতুন অধ্যাদেশের জন্য অপেক্ষা করতে হবে।
তারও আগে, গত বছরের ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, এইচএসসির ফল ডিসেম্বরে প্রকাশ পাবে।