৭২ ঘণ্টার মধ্যে ভোলার পুলিশ কর্মকর্তাদের সরিয়ে দেবার দাবি বিক্ষোভকারীদের
ভোলা জেলা পুলিশের প্রধান (এসপি) ও বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন রোববারের বিক্ষোভকারীরা।
সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে এর আহ্বায়ক মওলানা মহিবুল্লাহ এবং সদস্য সচিব তাজউদ্দিন ফারুক সকালে ভোলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তাদের প্রদত্ত ছয় দফা দাবির একটি হল পুলিশ কর্মকর্তাদের অপসারণ।
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ‘বিপ্লব চন্দ্র শুভ’র সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা। একই নামের ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে কটাক্ষ করে পোস্ট দেওয়া হলে এর স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ফলে সেখানে স্থানীয়দের একাংশ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এর জেরে রোববার সেখানে ৪ জন নিহতসহ শ’দুয়েক লোক আহত হন।
অভিযুক্ত বিপ্লব চন্দ্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি এর আগেই থানায় জিডি করে জানান যে, তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন দুইজন হ্যাকারকে গ্রেপ্তার করেছে।
সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে সরকারের কাছে নতুন আইন প্রণয়নের দাবিও জানানো হয়। আল্লাহ ও মহানবীর (সা:) বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন তৈরির দাবি করছে তারা।
পরিষদ নিহতদের পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ প্রদান ও আহতদের চিকিৎসার খরচের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। এছাড়া রোববারের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি করেছে তারা।
এদিকে, আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও খুনের ঘটনায় পুলিশ ইতোমধ্যে মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে বলে জানান বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক।
সকালে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জেলায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।