আইসিটি আইনে মামলা: বোরহানউদ্দিনের সেই বিপ্লবসহ ৩ জন কারাগারে
ভোলায় আলোচিত বিপ্লব চন্দ্র বৈদ্য শুভসহ তিন জনকে সোমবার কারাগারে পাঠিয়েছে আদালত। মহানবী (সা:)-কে কটূক্তি করে প্রদত্ত একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে বোরহানউদ্দিন উপজেলায় রোববার সংঘটিত সংঘর্ষে চার জন নিহত হবার পর ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় বিপ্লবসহ তিন জনকে কারাগারে পাঠানো হয়।
আলোচিত বিপ্লব ছাড়া অন্য দুজন হলেন, বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের মোহাম্মদ ইমন (১৮) এবং রাফসান ইসলাম শরীফ ওরফে শাকিল (১৮)।
সোমবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রোববার বোরহানউদ্দিন থানায় উপপরিদর্শক দেলোয়ার হোসেন তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলাটি দায়ের করেন।
আসামিদের মধ্যে বিপ্লব চন্দ্র বৈদ্য বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের খারাকান্দি গ্রামের চন্দ্র মোহনের ছেলে।
ইমনের বাড়ি উপজেলার উদয়পুর এলাকায়। অন্যদিকে শাকিল উপজেলার কাচিয়া ইউনিয়নের নূরে আলমের ছেলে। তিনি পটুয়াখালীর কলাপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে স্টোর কিপার হিসেবে কাজ করেন।
শাকিলকে রোববার পটুয়াখালীর গলচিপা থেকে এবং ইমনকে কাচিয়া থেকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
৭-৮জন অজ্ঞাতনামা আসামির সঙ্গে ‘পরস্পর যোগসাজশে’ ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি এবং তা ডিজিটাল মাধ্যমে ছড়ানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।