রোনালদোদের হতাশার রাত
গত সাড়ে চার বছরে এমন হতাশার সময় আসেনি জুভেন্টাস শিবিরে। দীর্ঘ এই সময়ে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামলেই জয় অথবা ড্র করে মাঠ ছেড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। অবশেষে তাদের রেকর্ডে লাগাম টানলো ইন্টার মিলান। জুভেন্টাসের দম্ভ চূর্ণ করে দাপুটে এক জয় তুলে নিলো ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি।
রোববার নিজেদের ঘরের মাঠ সান সিরোয় জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই জয়ে সিরি 'এ'র পয়েন্ট টেবিলের শীর্ষ দল এসি মিলানকে ছুঁয়ে ফেলেছে ইন্টার। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে মিলান। এক ম্যাচ বেশি খেলা ইন্টার সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল।
জুভেন্টাস দারুণ ছন্দেই এগোচ্ছিল। টানা তিন জয়ের পর হার নিয়ে মাঠ ছাড়তে হলো আন্তোনিও কন্তের দলকে। ইন্টারের বেলায় উল্টোটা, দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল তারা। ২০১৬ সালের সেপ্টেম্বরের পর জুভেন্টাসের বিপক্ষে এটাই ইন্টারের প্রথম জয়।
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। ১১তম মিনিটে বল জালে পাঠান জুভেন্টাসের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। কিন্তু অফ সাইডের বাঁশি বাজিয়ে গোলটি বাতিল করেন রেফারি।
পরের মিনিটেই ইন্টার এগিয়ে যায়। বার্সেলোনা থেকে ইন্টারে যোগ দেওয়া আর্তুরো ভিদাল দলকে এগিয়ে নেন। ডান দিক থেকে নিকোলো বারেল্লার বাড়ানো ক্রসে মাথা ছুঁইয়ে জুভেন্টাসের জালে বল জড়ান চিলিয়ান এই মিডফিল্ডার।
প্রথমার্ধের বাকিটা সময় আক্রমণ পাল্টা আক্রমণে শেষ হয়। কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরে ইন্টার মিলানের গতি যেন বেড়ে যায়। গোল আদায় করে নিতেও বেশি সময় নেয়নি দলটি।
৫২তম মিনিটে মাঝমাঠ থেকে আলেসান্দ্রো বাস্তোনির লম্বা পাস পেয়ে ডি-বক্সে ঢুকে বুলেট গতির শটে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো বারেল্লা। এরপর ম্যাচে ফিরতে মরিয়া জুভেন্টাস বেশ কয়েকটি আক্রমণ সাজিয়েছে। কিন্তু পরিষ্কার আক্রমণে গোল আদায় করে নিতে পারেনি আন্দ্রেয়া পিরলোর দল।