ভেট্টোরিকে কোচ হিসেবে পেয়ে খুশি ক্রিকেটাররা
আসন্ন ভারত সফর সামনে রেখে শুক্রবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনেই টাগাররা পেয়েছেন তাদের স্পিন কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট ও ট্রেইনার মারিও ভিলাভারন।
ড্যানিয়েল ভেট্টোরিকে কোচ হিসেবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা বাঁহাতি স্পিনার আরাফাত সানি।
উৎফুল্ল সানি বলেন, ‘নিজে বাঁহাতি স্পিনার হওয়ায় আমি সবসময় ভেট্টোরিকে অনুসরণের চেষ্টা করি। তাঁর সময়ে তিনি ছিলেন সফল স্পিনার। তাঁকে কোচ হিসেবে পেয়ে সবাই খুব খুশি। আজকে তাঁর প্রথম দিন। আমার মনে হয়, তাঁর এখানে আসায় আমাদের দলের জন্য অনেক ভালো হবে।’
‘ভেট্টোরি ভারতে অনেক ম্যাচ খেলেছেন। ভারতে কোচিংয়েরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। আমাদের যে কারও তুলনায় ভারতের উইকেট সম্পর্কে তিনি ভালো জানেন। ভারতে কীভাবে বল করতে হবে, এসব বিষয়ে আমরা তাঁর সহযোগিতা পাব,’ যোগ করেন সানি।
অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা জাতীয় দলের সব খেলোয়াড়ই অনুশীলনে অংশ নেন। সাকিবের অনুপস্থিতির কারণ জানায়নি টিম ম্যানেজমেন্ট।
জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার ওপেনার তামিম ইকবাল উপস্থিত থাকলেও ইনজুরির কারণে অনুশীলনে অংশ নেননি।
আগামী মাসে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামী ৩ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। ৭ এবং ১০ নভেম্বর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে রাজকোট এবং নাগপুরে। ম্যাচ তিনটি বাংলাদেশ সময় সাড়ে ৬টায় শুরু হবে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দু’দল দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হবে। আগামী ১৪ নভেম্বর প্রথম এবং ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।