বিসিবির জন্মদিনের শুভেচ্ছায় ‘বিরক্ত’ বুলবুল
১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি জন্ম আমিনুল ইসলাম বুলবুলের। মঙ্গলবার বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ৫৩ বছরে পা রেখেছেন। ডানহাতি সাবেক এই ব্যাটসম্যানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিসিবির শুভ কামনায় খুশি হতে পারেননি তিনি, উল্টো বিরক্তি প্রকাশ করেছেন।
মঙ্গলবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স থেকে একটি পোস্ট দেয় বিসিবি। পোস্টটির ক্যাপশনে লেখা, '২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। যা যেকোনো দেশের অভিষেক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। শুভ জন্মদিন আমিনুল ইসলাম বুলবুল, এই দিনে অনেক বেশি সুখ ফিরে আসুক।'
এমন উষ্ণ শুভেচ্ছা বার্তায়ও বিরক্ত বুলবুল! কারণটাও অবশ্য যৌক্তিক। ক্যাপশনের নিচে যে ছবিটি পোস্ট করা হয়, সেটা বুলবুলের নয়। তাকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয় ইমরুল কায়েসের ছবি। বাঁহাতি এই ব্যাটসম্যানের ছবির উপরে গ্রাফিক্সে লেখা, 'শুভ জন্মদিন ইমরুল কায়েস।' বিসিবির করা এই ভুল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
বিষয়টি নজরে পড়েছে আমিনুল ইসলাম বুলবুলেরও। স্বাভাবিকভাবেই এমন কিছু তার জন্য বিব্রতকর ছিল। আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত সাবেক এই ক্রিকেটার পোস্টের স্ক্রিনশট নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। বিসিবির পোস্টটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে টু ইমরুল কায়েস। ধন্যবাদ বিসিবি। যদিও আমরা যমজ নই।'
বিসিবির এমন ভুলের কারণ কিছুক্ষণ পরে বোঝা যায়। ২ ফেব্রুয়ারি ইমরুল কায়েসেরও জন্মদিন। ক্যাপশন আর ছবিতে তালগোল পাকিয়ে ফেলার কারণেই মূলত এমন ভুল হয়েছে। কিছুক্ষণ পর বুলবুলের ছবি দিয়ে আবারও পোস্ট দেওয়া হয়। এরপর ইমরুল কায়েসকেও জানানো হয় জন্মদিনের শুভেচ্ছা।