ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন গ্রেটা থুনবার্গের
নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন গ্রেটা থুনবার্গ। এই তরুণ পরিবেশ আন্দোলন কর্মী মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডল থেকে একটি খবরের লিঙ্ক শেয়ার করেছেন বলে জানায় ভারতের আনন্দবাজার পত্রিকা।
সিএনএন-এর সেই লিঙ্ক শেয়ার করে ভারতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। গ্রেটার আগে ওই একই লিঙ্ক শেয়ার করে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন আমেরিকার পপস্টার রিহানা।
এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন। তার কড়া জবাবও দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।