মনমতো উইকেট পাননি, অভিযোগ তামিমের
প্রথম ইনিংসে ৪০৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। সাত নম্বরে নেমে জুশয়া ডা সিলভা ৯২, আট নম্বরে নেমে আলজারি জোসেফ খেলেছেন ৮২ রানের ইনিংস। জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের প্রথম সারির চারজন ব্যাটসম্যান মিলে করেছেন ৬৯ রান। পেসার থেকে অলরাউন্ডার হয়ে ওঠার চেষ্টায় থাকা জোসেফের ইনিংস থেকেও যা ১৩ রান কম।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ৩ ওভারের মধ্যেই ফিরেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। কিছুটা প্রতিরোধ গড়ে তোলা তামিম ইকবাল ও মুমিনুল হকও থামেন অল্প সময়ের ব্যবধানে।
উইকেট কি তবে মুহূর্তেই পাল্টে গেল? তামিম জানালেন, ব্যাটিং করার জন্য উইকেট এখনও দারুণ। নিজেদের দোষেই আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে উইকেট যে মনমতো মিলেছে, সেটাও নয়। তিন স্পিনার নিয়ে মাঠে নামার অর্থ দাঁড়ায় স্পিন সহায়ক উইকেটের আশায় ছিল বাংলাদেশ। কিন্তু উইকেটের আচরণ সেটা বলছে না।
এ কারণেই ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে বাধা যায়নি বলে মনে করেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার। দ্বিতীয় দিনের খেলা শেষে উইকেটের প্রশ্নে বাঁহাতি এই ওপেনার বলেন, 'যে পরিকল্পনা ছিল, এই উইকেট সেটার নয়। যখন ঘরের মাঠে কোনো দল তিন স্পিনার নেয়, তখন এটা রকেট সায়েন্স না, বুঝতেই পারেন আমরা আরও বেশি স্পিন ধরবে এমন উইকেট প্রত্যাশা করি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা স্পিন সহায়ক হয়নি, সেটা যে কারণেই হোক না কেন।'
'আমরা একটা পরিকল্পনা করে এগিয়েছিলাম। এখন উইকেট স্পিনারদের সাহায্য না করায় এটা নিয়ে অনেক কথা হতে পারে। তবুও সামনে তাকাচ্ছি। আমরা যে দুটি বড় দলের (ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া) সাথে জিতেছিলাম, এমনকি এই ওয়েস্ট ইন্ডিজের সাথেই শেষ যখন জিতেছি, তখনও একই সমন্বয়ে সফল হয়েছি। কিন্তু এই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে উইকেট স্পিনারদের সাহায্য করেনি, দেখা যাক কী হয়।' যোগ করেন তামিম।
ব্যাট হাতে ব্যর্থ হওয়ার জন্য অবশ্য উইকেটকে দায়ী করছেন না তামিম। ৫২ বলে ৪৪ রান করা তামিমের চোখে ব্যাটিং করার জন্য উইকেট অসম্ভব ভালো ছিল। নিজেদের দোষেই আউট হয়েছেন বলে মেনে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
তামিম বলেন. 'উইকেট অসম্ভব ভালো ছিল। আমরা যখন ব্যাটিংয়ে নামি তখনও অনেক ভালো ছিল। তেমন কিছু হচ্ছিল না উইকেটে। আমার কাছে মনে হয়, যে চারটা উইকেট পড়েছে, কোনোটা যে খুব ভালো বলে বা উইকেটের কারণে পড়েছে, তা নয়। আপনি যদি দেখেন, চারটা ব্যাটসম্যানেরই ভুল ছিল।'
বাংলাদেশ ঢাকা টেস্টে অনেক পিছিয়ে, সেটাও মেনে নিচ্ছেন তামিম। তবু আশা হারাচ্ছেন না বাংলাদেশ ওপেনার, 'বিশ্বাস তো করতেই হবে। কঠিন, কিন্তু আমি বলব না যে আমি এটা বিশ্বাস করি না। লিটনের সামর্থ্য আছে। মিরাজ প্রথম ম্যাচে দারুণ ছিল। আমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখছি যে এখান থেকে ভালো কোনো বড় পারফরম্যান্স হবে। আমরা চেষ্টা করব পরিস্থিতি বদলের।'