১৩০ কোটি ডলার চুরির দায়ে তিন উত্তর কোরীয় নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ
বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১৩০ কোটি ডলার চুরি ও চাঁদাবাজির দায়ে উত্তর কোরিয়ার তিন নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
পুলিশি হেফাজতে না থাকলেও এই তিনজনের বিরুদ্ধে ক্ষতিকর ক্রিপ্টোকারেন্সি কর্মসূচি চালানোরও অভিযোগ রয়েছে।
এদের সাথে একজন কানাডিয়ান-আমেরিকান নাগরিকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়।
পার্ক জিন হিউক, জন চ্যাং হিউক এবং কিম ইলের এর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রযুক্তিগত ষড়যন্ত্র (ওয়্যার ফ্রড) এবং ব্যাংক জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ত্রয়ীর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তারা ২০১৭ সালে সংঘটিত ওয়ান্না ক্রাই সাইবার-এটাকেও অংশ নিয়েছিল। এই সাইবার ক্রাইম কৌশলের ফলস্বরূপ জাতীয় পর্যায়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা কম্পিউটার ব্যবস্থা ভেঙে পড়ে সে সময়।
অভিযোগের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় সুরক্ষা কমিটির এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেছেন, উত্তর কোরিয়া 'ক্রিমিনাল সিন্ডিকেটের পতাকাবাহী' রাষ্ট্রে পরিণত হয়েছে।
আসামীদের একজন পার্ক জিন হিউককে দু'বছর আগে, ২০১৪ সালে সংঘটিত হওয়া সনি এন্টারটেইনমেন্ট পিকচার্সের হ্যাকিংয়ের জন্য অভিযুক্ত করা হয়েছিল।
মার্কিন বিচার বিভাগের দাবি , আসামিরা উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা রিকন্নাইসান্স জেনারেল ব্যুরোর পক্ষে কাজ করে।
জন ডেমারস বলেন, "উত্তর কোরিয়ার এসব ক্রীড়াকৌশলীরা বন্দুকের পরিবর্তে কিবোর্ড ব্যবহার করেছে, বস্তা ভর্তি টাকার বদলে ক্রিপ্টোকারেন্সির ডিজিটাল অর্থ চুরি করেছে; এরা বিশ্বে ব্যাংক ডাকাতির শীর্ষে"।
অভিযুক্তরা তিনজনেই বর্তমানে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে তবে দেশটি তার অভিযুক্ত নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সমর্পণ করে না।
বুধবার ঘোষিত আরেকটি পৃথক মামলায় অন্টারিওর মিসিসাগা শহরের কানাডিয়ান-আমেরিকান নাগরিক গালিব আলো'মারির বিরুদ্ধে এই দলটির অর্থ পাচারকারী হিসেবে অভিযোগ আনা হয়। কর্মকর্তারা জানান যে, তিনি অভিযোগের জন্য দোষ স্বীকার করতে রাজি হয়েছেন।
অপরাধের পেছনে চলচ্চিত্র!
সনি এন্টারটেইনমেন্ট পিকচার্সের ২০১৪ সালে নির্মিত চলচ্চিত্র, দ্য ইন্টারভিউ- কে সংস্থাটির ওপর হামলার প্রাথমিক উদ্দেশ্য হিসেবে ধারণা করা হচ্ছে।
জেমস ফ্রাঙ্কো এবং শেথ রোজেন অভিনীত এই রাজনৈতিক কমেডি নির্ভর আমেরিকান চলচ্চিত্রটিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে উপহাস করা হয় এবং তার বিরুদ্ধে একটি কল্পিত হত্যাকাণ্ডের পরিকল্পনাও দেখানো হয়।
এছাড়া, ২০১৭ সালের ওয়ান্না-ক্রাই সাইবার হামলাতেও অভিযুক্ত ত্রয়ীর অংশগ্রহণ ছিল বলে ভাবা হচ্ছে। এই আক্রমণ সাময়িকভাবে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) কম্পিউটার সিস্টেমকে অচল করে দিয়েছিল যার প্রভাব বিশ্বের দেড় শতাধিক দেশের ওপর পড়ে। এই সাইবার আক্রমণে প্রায় চল্লিশটির মত চিকিৎসা সংস্থা প্রভাবিত হয়েছিল; অপারেশন এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল করতে হয়েছিল।
ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি ট্রেসি উইলকিসন বলেছেন, "উত্তর কোরিয়ার হ্যাকারদের দ্বারা অপরাধমূলক আচরণের পরিধি ব্যাপক এবং এগুলো দীর্ঘ সময় ধরে চলে আসছে। তারা যত ধরণের অপরাধ করেছে তা রীতিমত বিস্ময়কর"।
- সূত্রঃ বিবিসি