তিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ
দেশের তিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
সাময়িকভাবে নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে পূর্ণকালীন চার বছরের জন্য একই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উপাচার্য হিসেবে রুটিন দায়িত্ব পালন করে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তারকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. সাদেকুল আরেফিনকে চার বছরের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রোববার বিকেলে এ সংক্রান্ত আলাদা তিনটি গেজেট প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।