হল ছাড়েননি জাবি শিক্ষার্থীরা, ‘হুমকি’র পর এবার ‘অনুরোধ’ করবে প্রশাসন
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মহামারির কারণে বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোর তালা ভেঙে কয়েক'শ শিক্ষার্থীর উঠে পড়ার ঘটনায় একদফা হুমকির পর এবার হল ছেড়ে দিতে শিক্ষার্থীদের অনুরোধ করার পথে যাচ্ছে প্রশাসন।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া গ্রামের স্থানীয়দের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের পর প্রায় ৩০ শিক্ষার্থী আহত হওয়ায় 'নিরাপত্তা শঙ্কা'র কারণে শনিবার হলগুলোর তালা ভেঙ্গে সেখানে উঠে পড়েন কয়েক'শ শিক্ষার্থী।
এরপর সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য রোববার রাতে একটি বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে সকাল ১০টা অতিক্রম করলেও শিক্ষার্থীরা হল ত্যাগ করেননি। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি প্রশাসনিক মিটিং শেষ করে সিদ্ধান্ত নিয়েছে তারা আবাসিক হলে গিয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার জন্য অনুরোধ করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহের হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "শিক্ষার্থীদের হলে অবস্থানের বিষয়টি নিয়ে আমরা একটি বৈঠক করছি। এখন প্রতি হলের প্রভোস্ট-হাউজ টিচারেরা হলে যাচ্ছেন শিক্ষার্থীদের হল ত্যাগের অনুরোধ করতে। আমরা আশা করি তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন।"
তিনি আরও বলেন, "তারা আমাদের প্রস্তাব না মানলে পরবর্তীকালে আলোচনা সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।"