হল খোলার আন্দোলন: ঢাবির শহীদুল্লাহ হলে প্রবেশ করেছেন একদল শিক্ষার্থী
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/02/22/153511214_1423135164700858_2650768584349824679_o.jpg)
মহামারির কারণে দীর্ঘ এক বছর ধরে বন্ধ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ঢুকে পড়েছেন একদল শিক্ষার্থী।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা হলের ফটক দিয়ে প্রবেশ করছেন- এমন কয়েকটি ছবি ও ভিডিও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকটি ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/02/22/153000798_1423135238034184_7154700452205123822_o.jpg)
শিক্ষার্থীদের হলে ওঠার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্র সংসদের ভিপি হোসাইন আহমেদ সোহান।
তিনি বলেন, "প্রায় ৫০ জন শিক্ষার্থী হলে প্রবেশ করেছেন। আমি এসেছি হলে, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের তালা ভেঙ্গে উঠে পড়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ওঠার জন্য নিজেদের সংগঠিত করা শুরু করেছেন।
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/02/22/152874804_1423135134700861_8655467878234228650_n.jpg)