আন্দোলন স্থগিত করলেও হল ছাড়বেন না জাবি শিক্ষার্থীরা
হলে থাকার ঘোষণা দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের পক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুশিন আদিবা বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। তাই আপাতত আমাদের আন্দোলনের সকল কর্মসূচি স্থগিত করছি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলেই থাকার সিদ্ধান্ত নিয়েছি।'
তবে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হল থেকে বের করে দিতে চাপ প্রয়োগ করে শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন এ শিক্ষার্থী।
উল্লেখ্য, শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে মসজিদে মাইকিং করে স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয়ের ১৬ টি হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দাবির মুখে গতকাল সন্ধ্যায় আশুলিয়া থানায় ২৫০ জনের নামে অজ্ঞাতনামা মামলা করেন।সোমবার রাত ১ টায় এক বিজ্ঞপ্তিতে সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।এ সিদ্ধান্তের প্রতিবাদে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা, এখন পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করছেন তারা।