ঢাকা শহরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫০ পয়সা বাড়ছে
ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ৩০.৫ কিলোমিটার পাইলট রুটে প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.২০ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৬তম বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের একথা জানান তাপস।
তিনি বলেন, "ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত নতুন রুটে দুটি কোম্পানির বাস চলবে। এরইমধ্যে বিআরটিএ থেকে এ রুটের ভাড়া প্রতি কিলোমিটার নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২০ পয়সা। খসড়া এ ভাড়ার প্রস্তাব মন্ত্রণালয় থেকে অনুমোদন লাভ করলে চূড়ান্ত হবে।"
আগামী এপ্রিলের মধ্যে রুটটিতে বাস চালু করার জন্য সব প্রক্রিয়াগত কাজ শেষ হবে বলে মেয়র আশা করছেন।
ঢাকা মহানগরে বর্তমানে বিআরটিএ নির্ধারিত প্রতি কিলোমিটার বাস ভাড়া ১টাকা ৭০ পয়সা। অর্থাৎ, নতুন প্রস্তাবে ভাড়া প্রতি কিলোমিটার ৫০ পয়সা বাড়ানো হচ্ছে।
এব্যাপারে মেয়র বলেন, যেহেতু সেবার মানটা আরও উচ্চমানের হবে এবং যাত্রীদের আরামদায়ক সেবা দেবে, সেজন্যই ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে প্রস্তাব করা হয়েছে।
বাস রুট রেশনালাইজেশন (বিআরআর) কমিটির সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত সাত বছর ধরে ঢাকা শহরে কোনো ভাড়া বাড়েনি। বাস রুট যৌক্তিককরণ ছাড়াও, বাস ভাড়া বাড়ানো জরুরি। কারণ আনুষাঙ্গিক অনেক খরচ বেড়েছে।" যেহেতু পুরো রাজধানী জুড়ে এই বাস রুট ন্যায্যতাকরণের কাজ চলবে, তাই পর্যায়ক্রমে বর্ধিত ভাড়া ঢাকা শহরে কার্যকর হবে বলে তিনি জানান।
ঘাটারচর থেকে কাঁচপুর রুটের আওতায় আছে বসিলা, মোহাম্মদপুর, এলিফেন্ট রোড, শাহবাগ, পল্টন ক্রসিং এবং মতিঝিল।
একটি বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব অনুসারে, সরকার ৯টি ক্লাস্টারের ৪২টি রুটে ২২টি পরিবহন কোম্পানিকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে। তারা নতুন বাস রুট উদ্যোগের আওতায় আসবে। আগামী ১ এপ্রিল থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে পরীক্ষামূলক বা পাইলট ব্যবস্থা চালু করা হবে।
গণ-পরিবহনে শৃঙ্খলা আনতে ২০১৫ সালে প্রথম নতুন বাণিজ্যিক বাস রুট উদ্যোগের পরিকল্পনা শুরু করা হয়। তৎকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন এর মূল প্রস্তাবক।
এর আগে গত ১৯ জানুয়ারি বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৫তম সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছিলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে আগে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলট রুট চালুর সিদ্ধান্ত ছিল। সে মোতাবেক কমিটি কার্যক্রম শুরু করার পর সার্বিক বাস্তবতায় দেখা যায় যে, ঘাটারচর থেকে শুধু মতিঝিল পযর্ন্ত রুট নির্ধারণ করা হলে এটি ফলপ্রসূ নাও হতে পারে। এজন্য পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হচ্ছে।