ও এখন তামিমা হোসেন, তার প্রতি কোনো অসম্মান মেনে নেব না: নাসির
সামাজিক মাধ্যমে পোস্ট করে বা ভুয়া সংবাদ প্রকাশ করে কেউ তার নব-বিবাহিতা স্ত্রী তামিমা হোসেনকে অপমান করলে, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ক্রিকেটার নাসির হোসেন।
নাসিরের বিয়েকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হওয়ার চারদিন পর আজ বুধবার বিকেলে রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসির ও তার নব-বিবাহিতা স্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এসময় নাসির বলেন, "সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং ধর্মীয় বিধি-নিষেধ মেনে আমরা সবাইকে জানিয়েই বিয়ে করেছি।"
এ বিয়ের সবকিছুই বৈধভাবে করা হয়েছে উল্লেখ করে, নাসির হুঁশিয়ারি দেন, "অনলাইন সংবাদ বা সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে যারা তামিমাকে অপবাদ দিচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। কারণ, ও এখন আমার স্ত্রী- তামিমা হোসেন।"
সংবাদ সম্মেলনে তামিমা তার আগের স্বামী রাকিব হাসানকে নাসিরের সঙ্গে বিয়ের আগেই তালাক দিয়েছেন বলে দাবি করেন।
তামিমা বলেন, "কিন্তু, রাকিব এখন মিথ্যে প্রচারণা চালাচ্ছে। নাসিরের সঙ্গেই আমার বিয়ে হবে, সেটা সবাই জানতো। তাই নাসিরের সঙ্গে ঘর বাঁধার পর হঠাৎ করে রাকিবের কী হলো- তা আমি জানিনা।"
নাসির উপস্থিত গণমাধ্যম কর্মীদের প্রতি তার নতুন স্ত্রীর ব্যাপারে ভুল তথ্য এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করেন। একইসঙ্গে, গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হয়ে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান তিনি।
এর আগে বুধবার দিনের শুরুতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে একটি মামলা করেন তামিমার প্রথম স্বামী রাকিব। তামিমা সুলতানা নাসিরকে দিয়ের আগে তাকে তালাক দেননি বলেই তিনি মামলায় উল্লেখ করেছেন।
এই প্রেক্ষিতে, বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন'কে (পিবিআই) অনুসন্ধানের নির্দেশ দেন আদালত।