আবরারের মৃত্যুতে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত (১৫) নিহতের ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) মহানগর হাকিম আদালতে আমিনুল হকের কোর্টে মামলা দায়ের করেন আবরারের বাবা মুজিবর রহমান।
প্রথম আলোর শিশু কিশোর বিষয়ক ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫)। এই ঘটনায় গত ৩ নভেম্বর ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয় প্রথম আলোকে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১ নভেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তিতে এসেছিল আবরার। সেখানে বিকালে অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ (এফসিপিএস) চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।