ভ্যাকসিনের কাঁচামাল সরবরাহে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উৎপাদন সংকটের শঙ্কা সেরামের
ভ্যাকসিন উৎপাদনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ অনেক কাঁচামাল প্রস্তুত হয় উন্নত বিশ্বে। এর বড় উৎপাদক যুক্তরাষ্ট্র। কিন্তু, দেশটি এসব কাঁচামাল রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার ফলে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)-সহ অন্যান্য ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। গত বৃহস্পতিবার (৪ মার্চ) সেরামের মুখ্য নির্বাহী আদর পুনেওয়াল্লা বিশ্বব্যাংক প্যানেলের ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে এ আশঙ্কা প্রকাশ করেন।
এসআইআই বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক, সংস্থাটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার যৌথভাবে আবিষ্কৃত কোভিড প্রতিষেধক উৎপাদনের লাইসেন্স নিয়েছে। অচিরে তারা নোভাভ্যাক্সের তৈরি আরেকটি প্রতিষেধক ব্যাপক আকারে উৎপাদন শুরু করবে।
আদর পুনেওয়াল্লা বলেন, "ভ্যাকসিন উৎপাদনকারীদের বিপুল পরিমাণ ব্যাগ, ফিল্টার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ দরকার। নোভাভ্যাক্স কোভিড টিকার অন্যতম উৎপাদক সেরাম, কিন্তু এটি উৎপাদনে যুক্তরাষ্ট্র থেকে এসব উপকরণের চালান পেতে হবে।"
সম্প্রতি ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট' নামক আইনের মাধ্যমে কাঁচামাল রপ্তানি বন্ধ করে যুক্তরাষ্ট্র। শুধুমাত্র মার্কিন কোম্পানিগুলো পাবে এসবের চালান। ফলে বৈশ্বিক টিকা উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি লক্ষ্যমাত্রার বিপরীত অবস্থান নিয়েছে পরাশক্তিটি।
চলতি সপ্তাহেই হোয়াইট হাউজ বলেছে, ওষুধ প্রস্তুতকারক মার্ক অ্যান্ড কো. যাতে জনসন অ্যান্ড জনসন টিকা উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করতে পারে, সেজন্যেই তারা আইনটি কার্যকর করেছে।
তবে পুনেওয়াল্লা এব্যাপারে তার উদ্বেগ খোলামেলা ভাবে তুলে ধরে বলেন, "বিশ্বব্যাপী এখন সকল উৎপাদক সংস্থার সক্ষমতা বাড়ানো নিয়ে আলোচনা চলছে, তাই শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থে নেওয়া পদক্ষেপটির প্রতি সকলের নজর দেওয়া উচিৎ। কারণ, জরুরি উপকরণ সুষমভাবে বন্টন করা হলেই কেবল ক্রমাগত উৎপাদন নিশ্চিত করা সম্ভব। আচমকা সরবরাহ বন্ধ হলে; তার অভাব আগামী ছয় মাস কিংবা এক বছরেও পূরণ করা সম্ভব নয়। এটি অন্যদের জন্য বড় শূন্যতার কারণ হবে।"
জনসন অ্যান্ড জনসনের টিকার উৎপাদনে চুক্তিবদ্ধ হয়েছে ভারতেরই আরেক সংস্থা বায়োলজিক্যাল-ই। ভারতীয় কোম্পানিটি এর ৬০ কোটি ডোজ উৎপাদন করতে চায়। তবে উভয়পক্ষের মধ্যে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হলেও উৎপাদন মাত্রা নিয়ে কোনো ঐক্যমত্য এখনও হয়নি।
- সূত্র: রয়টার্স