ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় ১,৫৭৭টি মেডিকেল টিম গঠন
ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ১৫ জেলায় ১ হাজার ৫৭৭টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়াও দূর্গত এলাকাগুলোতে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গত জেলাগুলোতে মেডিকেল অফিসার/সহকারী সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের নিয়ে ১৫৭৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
এতে আরো বলা হয়, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় ৪,৫১৬টি আশ্রয় কেন্দ্র খুলেছে। মেডিকেল টিম এসব আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করবে। দুর্গত জেলাগুলোতে স্বাস্থ্য বিভাগ কর্তৃক পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুদ নিশ্চিত করা হয়েছে।
দূর্গত এলাকাগুলোতে গর্ভকালীন ও জরুরী প্রসূতিসেবার প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, ঘূর্ণিঝড় বুলবুল ১৫টি জেলায় আঘাত হানতে পারে। জেলাগুলো হলো- ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কক্সবাজার।