তৃষ্ণার বোলিংয়ে বিধ্বস্ত লাল দল
ফারিহা তৃষ্ণা; বাংলাদেশের নারী ক্রিকেটে নামটা তেমন পরিচিত নয়। জাতীয় দলে খেলার সুযোগ এখনও হয়নি বাঁহাতি এই পেসারের। স্বীকৃত ক্রিকেটে ইমার্জিং দলের হয়ে কেবল একটি ম্যাচ খেলেছেন, সেটাও দেড় বছর আগে। সেই তৃষ্ণাই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ক্রিকেটের ইভেন্টের প্রথম দিনটি নিজের করে নিলেন।
তার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ গেমসের মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলাদেশ লাল দলের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় তুলে নিয়েছে নীল দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ২৮.১ ওভারে ৬৩ রানেই গুটিয়ে যায় লাল দল। ১০ ওভারে মাত্র ১৪ রান খরচায় ৬ উইকেট নেন তৃষ্ণা। জবাবে ১৫.৫ ওভারেই ১০ উইকেটের জয় তুলে নেয় সালমা খাতুনের দল।
বাংলাদেশ গেমস শুরু হতে এখনও প্রায় এক মাস বাকি, আগামী ১ এপ্রিল শুরু হবে আসরটি। কিন্তু ওই সময় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজ থাকবে বলে মেয়েদের ক্রিকেট আগেই শুরু করা হলো। বাংলাদেশ গেমসের ক্রিকেট ইভেন্ট দিয়ে খেলায় ফিরল বাংলাদেশের মেয়েরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নিগার সুলতানার লাল দল। শারমিন সুপ্তাকে ফিরিয়ে উইকেট উৎসবের শুরুটা করেন দেন জাতীয় নারী দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম। এরপর শুরু হয় তৃষ্ণার বোলিং তোপ। মাঝে সোবানা মোস্তারী একটি ও সালমা খাতুন ২টি উইকেট নেন। বাকি সবগুলো উইকেট ঝুলিতে পোড়েন তৃষ্ণা।
লাল দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন জিন্নাত আরা অর্থি। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন রুবাইয়া হায়দার ঝিলিক। এ ছাড়া অধিনায়ক নিগার ৪, লতা মন্ডল ৮, ফাহিমা খাতুন ৫, পূজা চক্রবর্তী ২ ও লেকি চাকমা ৩ রান করেন। লাল দলের চারজন রানের খাতাই খুলতে পারেননি। জবাবে দুই অপরাজিত ব্যাটার মুর্শিদা খাতুনের ২৫ ও শামীমা সুলতানার ৩১ রানে ১০ উইকেটের জয় তুলে নেয় লাল দল।