মোদির মহা সমাবেশ: মিঠুন চক্রবর্তী ও সৌরভ গাঙ্গুলিকে বিজেপির আমন্ত্রণ
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/03/07/mithun_sourav_1615012066336_1615012070626.jpg)
ভারতের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের জোর প্রস্তুতি চলছে। ৭ মার্চ (রবিবার) অনুষ্ঠিত এই সমাবেশে প্রায় ১০ লাখ লোকের সমাগম হবে বলে আশা করছে পশ্চিমবঙ্গ বিজেপি। সম্প্রতি দলটির সমাবেশে তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি যোগদান করবেন বলে শোনা যায়। তবে, বিজেপি এ প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাচ্ছে না। ফলে বাড়ছে জল্পনা।
বিগত কয়েক দিন ধরেই মিঠুন চক্রবর্তী এবং সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগদান সম্পর্কে নানা খবর চাউর হতে থাকে। মিঠুন চক্রবর্তী এর আগে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজ্যসভা সংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, এই দুই তারকা বিজেপি সমাবেশে উপস্থিত হয়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন। তবে সত্যিটা কী, তা কেবল সমাবেশের দিন জানা যাবে।
বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গে বলেন, তিনি মিঠুনকে সমাবেশে আমন্ত্রণ জানাচ্ছেন। তবে তিনি প্রধানমন্ত্রী এবং উপস্থিত জনতাকেই সভার সবথেকে বড় সেলিব্রিটি বলে মন্তব্য করেন। বিজয়বর্গীয় বলেন, "আমরা মিঠুন চক্রবর্তীসহ সকলকেই সভায় আমন্ত্রণ জানাচ্ছি।"
পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি অর্জুন সিং মিঠুন চক্রবর্তীর সম্পর্কে বলেন, "তিনি দলে যোগদান করলে দল এবং রাজ্য উভয়ের জন্যই ভালো। আর তিনি যদি প্রধানমন্ত্রী মোদির সাথে একই মঞ্চে উঠেন, তবে বাংলার মানুষ খুশি হবে।" দলীয়ভাবে এই বিষয়ে আলোচনার প্রসঙ্গ আসলে তিনি বলেন, "আমাকে এ বিষয়ে কোনও দায়িত্ব দেওয়া হয়নি।"
সম্প্রতি মিঠুন চক্রবর্তী আরএসএস প্রধান মোহন ভাগতের সাথে মুম্বাইয়ের বাড়িতে দেখা করলে বিজেপিতে এই অভিনেতার যোগদান নিয়ে নানা জল্পনা শুরু হয়। মিঠুন জানান মোহন ভগতের সাথে তার 'আত্মিক সম্পর্ক' রয়েছে।
সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন, "আমার সাথে উনার আত্মিক সম্পর্ক রয়েছে। সম্পর্কটি বেশ গভীর। উনি মুম্বাই আসলে আমার বাড়িতে উঠার কথা ছিল। আমি শুটিং থেকে মুম্বাই ফেরার পর তিনিও মুম্বাই আসেন। আর তাই আমরা 'মিলে গেলাম'।"
অন্যদিকে, সৌরভ গাঙ্গুলির বিজেপিতে যোগদান নিয়েও বিভিন্ন খবর শোনা যাচ্ছিল। পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান দিলীপ ঘোষ জানান, এ সম্পর্কে তার কোনও ধারণা নেই। এমনকি কেন্দ্রীয় কমিটির সভাতেও এ ধরনের আলোচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তবে কি সৌরভ গাঙ্গুলি মোদির সভায় উপস্থিত থাকছেন? বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, আমাদের সভায় সৌরভ গাঙ্গুলি আমন্ত্রিত। সুস্থ থাকলে, তিনি চাইলে সভায় আসতে পারেন।
"আমরা জানি সৌরভ বাড়িতে বিশ্রামে আছেন। শরীর-স্বাস্থ্য, আবহাওয়া মেনে আসতে চাইলে উনি সু-স্বাগত। উনি উপস্থিত থাকলে, আমাদের ধারণা উনার ভালো লাগবে। মানুষও বিষয়টা পছন্দ করবে। তবে আমরা জানি না উনি কী করবেন। এটা উনার সিদ্ধান্ত," বলেন ভট্টাচার্য।
- সূত্র: হিন্দুস্তান টাইমস