ঘূর্ণিঝড় ‘বুলবুল’: বঙ্গোপসাগরে ৬৪ জেলে নিখোঁজ
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সর্তকতা সংকেত উপেক্ষা করে উত্তাল বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন ৬৪ জন জেলে।
বরগুনার তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান ফরাজী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জেলে ছয়টি মাছ ধরা ট্রলার নিখোঁজ হওয়ার তথ্য জানান।
তিনি বলেন, “মোট ৪৮ জন জেলে নিয়ে সোনাকাটা ইউনিয়ন থেকে একটি ট্রলার এবং নিশাণবাড়িয়া ইউনিয়ন থেকে পাঁচটি ট্রলার সমুদ্রে নিখোঁজ আছে।”
এর আগে শনিবার দুপুরে ১৫ জেলেসহ এমভি তরিকুল নামের একটি মাছ ধরার মাছ ট্রলার বঙ্গোপসাগরে নিখোঁজ হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছিলেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোঃ গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি বলেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় ১৬ জেলেসহ ইঞ্জিন বিকল হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভাসতে থাকে এমভি তরিকুল।
“পরে এমভি তরিকুলে থাকা ১৬ জেলের মধ্যে একজন জেলে অন্য আরেকটি ট্রলারে উঠে এসে আমাদের সাথে যোগাযোগ করে। এরপর আমরা সেই জেলের তথ্য অনুযায়ী ভাসমান ট্রলারটি উদ্ধারের জন্য অত্যাধুনিক একটি ট্রলার সমুদ্রে পাঠাই।”
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “এরপর উদ্ধারকারী সেই ট্রলারটি তরিকুল নামের ইঞ্জিন বিকল হওয়া ভাসমান ট্রলারটির কোন খোঁজ পায়নি। এমনকি নিখোঁজের দুদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই ট্রলারে থাকা ১৫ জেলের কোন জেলের সন্ধ্যান পাওয়া যায়নি।”