বাক-প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলা দেয়ার ঘটনায় ড্রাইভার, হেলপার আটক
রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় চলন্ত বাস থেকে বাক-প্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার অভিযোগে 'এন মল্লিক পরিবহন' বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের চালক মোঃ সবুজ (২৫) এবং হেলপার মোঃ নাহিদ(১৯)।
র্যাবের একটি দল রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর এলাকায় অভিযান চালিয়ে এই দুজনকে আটক করে।
র্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান মঙ্গলবার সকালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বাসটিকেও জব্দ করা হয়েছে ।
র্যাব সদর দফতরে আজ এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
গত রোববার (৭ মার্চ) সকাল ৮:৪৫ ঘটিকায় 'এন মল্লিক' পরিবহনের বাসটি থেকে ওই নারীকে ফেলে দেওয়া হয়। মাটিতে পড়ে তিনি ভারসাম্য হারিয়ে গড়াতে থাকেন, এসময় তাকে অস্ফুস্ট যন্ত্রণাকাতর কণ্ঠে বিড়বিড় করতেও শোনা যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকা অবস্থা থেকে উদ্ধার করে।
সামাজিক মাধ্যমে ভাইরাল আকারে ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিও ফুটেজ।
উদ্ধারকারী স্থানীয় লোকজনকে ওই নারী জানান, "এন মল্লিক পরিবহনের বাস চালকরা কখনো আমার কাছ থেকে ভাড়া নিতো না। কিন্তু, আজকে হঠাৎ করেই ভাড়া চেয়ে বসে। তখন আমি ভাড়া দিতে না পারায় আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।"
এন মল্লিক পরিবহনের বাসটি গুলিস্তান-নবাবগঞ্জ রুটে পরিচালনা করে।