বিসিএস (কর) একাডেমি ও ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
'বিসিএস (কর) একাডেমি' ও 'ফরেন সার্ভিস একাডেমি'র মধ্যে সম্প্রতি এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, অনুষদ সদস্য বিনিময়, উন্নয়নমূলক কর্মসূচি, যৌথ গবেষণা কার্যক্রম, সেমিনার ও অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রমসমূহ যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০ মার্চ বিকাল ৪টায় ওই স্বারক স্বাক্ষরিত হয়।
ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষরকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য অপূর্ব কান্তি দাসসহ একাডেমি দুটির অন্য কর্মকর্তারা।
বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক মোঃ রেজাউল করিম চৌধুরী এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমঝোতা স্মারক স্মাক্ষরের উদ্যোগ নেওয়ায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উভয় একাডেমির প্রধানকে ধন্যবাদ জানান। রাষ্ট্রীয় প্রয়োজনে আয়করের ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি তিনি প্রত্যাশা করেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় দুটি একাডেমিকে আরও সমৃদ্ধ করবে এবং জ্ঞানের পরিধি বিস্তৃত করতে ভূমিকা রাখবে।
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য অপূর্ব কান্তি দাস বলেন, 'এটি একটি মহৎ উদ্যোগ।' ফরেন সার্ভিস একাডেমি থেকে নতুন অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজস্ব আহরণে অধিকতর দক্ষ কর্মকর্তা গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।
এছাড়াও আয়কর সম্পর্কে ধারণা পররাষ্ট্র ক্যডারের কর্মকর্তাগণকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনায় সমঝোতা স্মারকটি যথাযথভাবে কার্যকর হবে বলে প্রত্যাশা করা হয়।