আইসিইউতে কাজী হায়াৎ, অবস্থা সংকটাপন্ন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক কাজী হায়াৎকে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
প্রায় ১ সপ্তাহ ধরে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা চলছিল খ্যাতিমান এ পরিচালকের। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাত ৯টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয় বলে খবর প্রকাশ করেছে ডেইলি বাংলাদেশ।
কাজী হায়াতের ছেলে এবং চলচ্চিত্র তারকা কাজী মারুফ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, 'তিনি এখন চিকিৎসাধীন। তার সুস্বাস্থ্যের জন্য সবার কাছে প্রার্থনার অনুরোধ জানাই।'
এর আগে, গত ১৫ মার্চ কাজী হায়াৎ ও তার স্ত্রীকে হাসপাতালটিতে ভর্তি করানো হয়।
ঢাকা চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক কাজী হায়াৎ একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন ১৯৭৪ সালে। ১৯৭৯ সালের 'দ্য ফাদার' চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে তার অভিষেক ঘটে। গত বছর মুক্তি পায় তার পঞ্চাশতম চলচ্চিত্র 'বীর'।