বিদ্বেষমূলক প্রচারণা ছড়ানোর দায়ে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স
ঘৃণামূলক মন্তব্য ও মিথ্যে তথ্য প্রচারের দায়ে ফ্রান্সের আদালতে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। আজ মঙ্গলবার (২৩ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বৈশ্বিক সংস্থাটি।
আরএসএফ বলেছে, গত সোমবার ফরাসী রাজধানী প্যারিসের পাবলিক প্রসিকিউটরের আদালতে মামলাটি দায়ের করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, সাংবাদিকসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ব্যাপক আকারে ঘৃণামূলক প্রচারণা চালানোর সুযোগ করে দিচ্ছে ফেসবুক। একইসঙ্গে, মিথ্যে তথ্য প্রচার বন্ধ করার ক্ষেত্রেও সামাজিক প্লাটফর্মটির ইচ্ছেকৃত ব্যর্থতা তুলে ধরা হয়। যদিও, ইতোপূর্বে ফেসবুক কর্তৃপক্ষ মিথ্যে প্রচারণা বন্ধে দৃঢ় অঙ্গীকার করেছিল।
"বিশেষজ্ঞদের বিশ্লেষণ, ফেসবুকের সাবেক কর্মীদের ব্যক্তিগত স্বীকারোক্তি এবং বিবৃতির সাহায্যে অভিযোগ গঠন করা হয়েছে। আমাদের আইনি পদক্ষেপ প্রমাণ করে যে, ফেসবুক তাদের নিজস্ব নেটওয়ার্কে মিথ্যে তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়তে দিচ্ছে। অথচ, এমনটি না করার জন্য নিজস্ব বিজ্ঞাপন এবং সেবা বিধিমালায় অঙ্গীকার করে থাকে প্রতিষ্ঠানটি।"
এব্যাপারে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে, ফেসবুকের ফ্রান্স শাখার মুখপাত্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
আরএসএফ বলেছে, ফেসবুকের বিরুদ্ধে ফরাসী আদালতের রায় প্লাটফর্মটির বৈশ্বিক কার্যক্রমে চাপ সৃষ্টি করতে পারে এবং তারা অন্যান্য দেশেও একই ধরনের আইনী পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।