সরকার বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হেফাজতে ইসলামের দেশব্যাপী চলমান হরতালের মধ্যে হওয়া যেকোনো প্রকার নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, "ব্রাহ্মণবাড়িয়ার মতো নাশকতা বন্ধ করা না হলে সরকারের তরফ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।"
আসাদুজ্জামান খান বলেন, "গুজব ছড়িয়ে দেশে উত্তেজনা-পূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতা চালানোর চেষ্টাও করা হয়েছে।"
তিনি হরতাল সমর্থকদের এধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
"কোনো কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী হেফাজতকে উস্কে দিয়েছে কিনা- আমরা সেটাও খতিয়ে দেখছি," মন্ত্রী যোগ করেন।
এদিকে আজ রোববার চলমান সকাল-সন্ধ্যা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা ব্যাপক ভাংচুর করছেন বলে জানা গেছে।