ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দূর্ঘটনায় রেলওয়ের তদন্ত প্রতিবেদন জমা
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটণায় ১৬ জন নিহত হওয়ার ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে তদন্ত কমিটির প্রধান চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো: নাজমুল ইসলাম রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপকের মাধ্যমে এই তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনটি রেলওয়ের মহাপরিচালকের কাছে প্রেরণ করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এই প্রতিবেদনেও দূর্ঘটনায় তূর্ণা নিশীথার চালক (লোক মাস্টার) তাছের উদ্দিন, সহকারী লোক মাস্টার অপু দে এবং গার্ড আব্দুর রহমানকে দায়ী করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ে পূর্বাঞ্চলের ওই কর্মকর্তা বলেন, “সিগনাল অমান্য কারার কারণে এই দুর্ঘটনা এবং প্রাণহানীর ঘটনা ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে তদন্তকালীন সময়ে
তূর্ণা নিশীথার চালক, সিগনাল দেখেননি বলে দাবী করেন তদন্ত কমিটির কাছে।”
এই তদন্ত কমিটিতে চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো: নাজমুল ইসলামকে আহ্বায়ক করে, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্ব) মো: মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী, (পূর্ব) মো: সুবক্তগীন এবং চিফ সিগন্যাল এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার (পূর্ব) অসীম কুমার তালুকদার ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
প্রতিবেদনের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো: নাজমুল ইসলামের দপ্তরে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে রেলওয়ের উর্ধ্বতন মহলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে রেলমন্ত্রী ব্রিফ করবেন। এর বেশি তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।
এর আগে গত ১৫ নভেম্বর (শুক্রবার) আরেকটি তদন্ত কমিটির প্রধান রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও-চট্টগ্রাম) নাসির উদ্দিনের দেওয়া প্রতিবেদনেও ওই তিন ব্যক্তিকে দায়ী করা হয়।
তার আগে ১৪ নভেম্বর এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছিলেন তূর্ণা নিশীথার চালকের ব্রেক করার সুযোগ ছিলো।
প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস
ট্রেন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় গত ১১ নভেম্বর রাত ৩ টার দিকে এই ঘটনা ঘটে।