করোনার সংক্রমণ ইস্যুতে সাধারণ ছুটির চিন্তা-ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
করোনার সংক্রমণ ইস্যুতে সাধারণ ছুটির চিন্তা-ভাবনা নেই বলে সোমবার জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সাধারণ ছুটি দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না বা এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- সচিবালয়ে সাংবাদিকদের এমন প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, 'এ পর্যন্ত এ রকম কোনো সিদ্ধান্ত নেই বা ছুটি দেওয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি।'
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে যে ১৮ দফা নির্দেশনা দিয়েছে তা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'চালু হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত আমরা এ সিদ্ধান্তগুলো প্রতিপালন করব। তারপর আমরা দেখব, অবস্থা কি। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত দেব। এ মুহূর্ত থেকে আমরা ধরে নিলেও আগামী ১৪ দিন অর্থাৎ ১১ বা ১২ এপ্রিল পর্যন্ত চলবে।'
তিনি আরও বলেন, 'করোনাকে আমরা প্রতিরোধ করতে পারি যদি ভালো মাস্ক পরি এবং শারীরিক দূরত্ব মেনে চলি এবং হাত পরিষ্কার করি। এটি কিন্তু আমাদের কাছে অজানা কিছু নয়, আমাদের অনেক অভিজ্ঞতা। এ অভিজ্ঞতা নিয়ে অনেকেই আছেন আক্রান্ত হননি, সতর্কতার কারণে। আমরা সতর্ক থাকলেই যে এটাকে নিয়ন্ত্রিত করতে পারি, তা প্রমাণিত।'