নিজের হাতে অ্যাওয়ার্ড নিতে পেরে ভালো লেগেছে: জয়া
বুধবার সন্ধ্যায় নন্দিত অভিনেত্রী জয়া আহসানের হাতে উঠেছে কলকাতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দ্বিতীয়বারের মতো তিনি এই পুরস্কার পেলেন।
২০১৯ সালের টলিউডের ছবি 'বিজয়া' ও 'রবিবার'-এর জন্য তিনি এই পুরস্কার পান। সমালোচকের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এবার পুরস্কার পেলেন জয়া।
গতকাল বুধবার সন্ধ্যায় ভারতের কলকাতার একটি তারকা হোটেলে আয়োজন করা হয় এই পুরস্কার অনুষ্ঠানের। করোনা মহামারির কারণে গত বছরের অনুষ্ঠানটি এ বছর আয়োজন করা হয়েছে।
পুরস্কার পাওয়ার পর আজ বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে কথা বলেন এই অভিনেত্রী। হোয়াটস অ্যাপের মাধ্যমে জানান নিজের অনুভূতি।
জয়া বলেন, 'খুব ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া। বিজয়া ও রবিবার সিনেমা দুটির জন্য পেলাম। আরও ভালো লাগছে, নিজের হাতে অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি। এতে আমার এখানকার প্রিয় মানুষেরা খুশি হয়েছেন। বিশেষ করে ফেটারনিটির লোকজন।'
পুরস্কার পেয়ে দারুন উৎসাহিত হয়েছেন উল্লেখ করে জয়া বলেন, 'একটা সময় ছিল, যখন এই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ক্রেস্ট বড় বড় সেলিব্রেটির বাড়িতে শেলফে অথবা হাতে ধরে রাখার ছবি দেখেছি। এটা একটা অনার, প্রেস্টিজ। এটা যে আমার ভাগ্যে ধরা দেবে, সেটা কখনো ভাবিনি। এটা ভেবে ভালো লাগছে।'
বলে রাখা ভালো, ২০১৮ সালে 'বিসর্জন' সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসান প্রথমবার ফিল্মফেয়ার পুরস্কার পান। অবশ্য আগে দুবার তিনি দুটি ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন।