হেফাজত তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩০ জন গ্রেপ্তার
![](https://tbsnews.net/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/04/18/hartal_supporters_set_fire_to_tyres_on_the_road_in_brahmanbaria._photo_azizul_sonchay_tbs.jpeg)
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় পুলিশের অব্যাহত অভিযানে আরও ৩০ জন গ্রেপ্তার হয়েছে। এরাও হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক বলে রোববার (১৮ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ।
গতকাল শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ গ্রেপ্তারকৃতদের কারো নাম জানায়নি।
এ নিয়ে তাণ্ডবের ৫৫ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে।
পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হওয়া ৩০ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। আজ দুপুরে তাদেরকে আদালতে তোলা হবে।
গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে চালানো সেই তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি মামলা দায়ের হয়। এসব মামলার এজহারনামায় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।