ময়নাতদন্তের ফলাফল বলছে মুনিয়া আত্মহত্যা করেছেন: পুলিশ
সুরতহাল এবং ময়নাতদন্তকারী চিকিৎসকের প্রাথমিক তথ্য অনুযায়ী মুসারাত জাহান মুনিয়া আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
"সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার আগের দিন এবং ঘটনার দিন অভিযুক্ত সায়েম সোবহান আনভীরের গতিবিধি দেখা যায়নি," বলেন ডিএমপি'র গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।
"আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ের তদন্ত করতে মুনিয়ার ডায়েরি এবং মোবাইল ফোনের কথোপকথন যাচাই-বাছাই করছি আমরা," বলেন ওই পুলিশ কর্মকর্তা।
"মুনিয়ার ছয়টি ডায়েরি পড়ার পর আমরা কিছু গুরূত্বপূর্ণ তথ্য খুঁজে পেয়েছি। তিনি অনেকদিন ধরেই হতাশ ছিলেন," যোগ করেন সুদীপ কুমার।
গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধার করা হয় গুলশানের একটি ফ্ল্যাট থেকে।
ভুক্তভোগীর বোন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় পেনাল কোডের ৩০৬ ধারায় মামলা দায়ের করেন।