কোভিড-১৯ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ বাড়াতে সক্ষম মডার্নার ‘বুস্টার’ ডোজ
ভ্যাকসিনের পরীক্ষামূলক নতুন সংস্করণ নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান মডার্না ইনকরপোরেশন। কোভিড-১৯ ভাইরাসের নতুন প্রকরণ বা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালনে মডার্নার পরীক্ষামূলক সংস্করণ আনা হয়। নতুন গবেষণায়, বুস্টার বা তৃতীয় ডোজ হিসেবে ভ্যাকসিনের উভয় সংস্করণ থেকেই সফলতা পাওয়া গেছে বলে জানিয়েছে ভ্যাকসিন নির্মাতা এই প্রতিষ্ঠান।
বুধবার মানবদেহে ট্রায়ালের ভিত্তিতে পরিচালিত নতুন এক গবেষণায় প্রাথমিকভাবে দেখা যায় যে, মডার্নার তৃতীয় ডোজ ভ্যাকসিন 'বুস্টার শট' হিসেবে গ্রহণের মাধ্যমে কোভিড-১৯ ভাইরাসের ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার নতুন প্রকরণের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
মডার্না ভ্যাকসিনের মৌলিক এবং পরীক্ষামূলক উভয় ভ্যাকসিনের তৃতীয় একটি ডোজ গ্রহণে এই কার্যকারিতা পাওয়া যাবে। তবে, নতুন ভ্যাকসিনটি আগের ভ্যাকসিনের চেয়ে দক্ষিণ আফ্রিকার প্রকরণের বিরুদ্ধে অধিক কার্যকর বলেও এই গবেষণায় দাবি করা হয়।
ইতঃপূর্বে নির্দেশিত দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন এমন স্বেচ্ছাসেবকদের দুই দলে ভাগ করে মৌলিক এবং পরীক্ষামূলক নতুন সংস্করণের ভ্যাকসিন প্রয়োগ করা হয়। উভয় ক্ষেত্রেই মূল কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়।
মডার্নার নতুন সংস্করণের ভ্যাকসিনটি বিশেষভাবে কোভিড-১৯ এর দক্ষিণ আফ্রিকান প্রকরণ এমআরএনএ-১২৭৩.৩৫১ প্রতিরোধে প্রস্তুত করা হয়েছে। দুই ধরনের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েই মডার্না সম্মিলিত পরীক্ষা পরিচালনা করছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে ৪০ জন স্বেচ্ছাসেবকের দেহে তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
ফলাফল অনুযায়ী ভ্যাকসিনের সবগুলো প্রকরণের বিরুদ্ধেই মডার্নার উভয় সংস্করণের ভ্যাকসিন কার্যকরী ভূমিকা পালন করলেও, বুস্টার হিসেবে দক্ষিণ আফিকার প্রকরণের বিরুদ্ধে নতুন সংস্করণের কার্যকারিতা বেশি।
মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন বানসেল এক বিবৃতিতে জানান, "নতুন প্রাপ্ত তথ্য থেকে আমরা উৎসাহিত বোধ করছি। আমাদের বুস্টার কৌশল প্রতিরক্ষামূলক হওয়ার আত্মবিশ্বাসকেও দৃঢ় করেছে।"
মডার্না জানায়, উভয় বুস্টার শটই সহনশীল হিসেবে প্রমাণিত হয়েছে। পূর্ববর্তী গবেষণায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণে অংশগ্রহণকারীদের মধ্যে যে ধরনের সীমিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছিল, এবারও তাই দেখা গেছে।
দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলে প্রথমবারের মতো শনাক্ত হওয়া কোভিড-১৯ ভাইরাসের প্রকরণগুলোর বিরুদ্ধে বিদ্যমান ভ্যাকসিনগুলো কার্যকর ভূমিকা পালন করতে ব্যর্থ হবে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল।
মডার্নার নতুন গবেষণায় অংশগ্রহণকারীদের রক্তে কোভিড-১৯ প্রতিরোধে সৃষ্ট অ্যান্টিবডির মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো কোভিড-১৯ ভাইরাসের নতুন সব প্রকরণের বিরুদ্ধে সুরক্ষা প্রদান সংক্রান্ত গবেষণা শুরুর ঘোষণা দেয়।
শীঘ্রই মডার্না দুই সংস্করণের ভ্যাকসিন থেকে সৃষ্ট একটি মিশ্র ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ঘোষণা দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের অধীনে (এনআইএআইডি) মার্কিন সরকারের গবেষকরা এমআরএনএ-১২৭৩.৩৫১ নিয়ে পৃথক একটি গবেষণা পরিচালনা করছে।
- সূত্র-রয়টার্স