বাংলাদেশ জোট নিরপেক্ষতার নীতিতেই চলবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ বহুদিন ধরেই জোট নিরপেক্ষতার বৈদেশিক নীতি বজায় রেখেছে এবং এই নীতিতেই ভবিষ্যতের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে ড. মোমেন বলেন, 'বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আমরাই আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবো। তবে যেকোনও দেশই তাদের বক্তব্য তুলে ধরতে পারে।'
চীন বিরোধী জোট 'কোয়াড'-এ যোগদান প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূতের সোমবারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে, তিনি একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'চীনা রাষ্ট্রদূত নিজ দেশের অবস্থানের কথা জানিয়েছেন। তারা যা চায়, তা বলতেই পারে। কিন্তু এখন পর্যন্ত কোয়াডের পক্ষ থেকে বাংলাদেশের সাথে কোনও যোগাযোগ হয়নি। চীনা রাষ্ট্রদূত একটু আগ বাড়িয়ে কথা বলেছেন।'
মন্ত্রী জানান, অতীতে বহু দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছে, কিন্তু বাংলাদেশ নিজেদের নীতি অনুসরণ করেই চলেছে। ভবিষ্যতে দেশের জন্য মঙ্গলময় হয় এমন সিদ্ধান্তই নেবে বাংলাদেশ এবং এক্ষেত্রে চলমান বৈদেশিক নীতি মেনে চলা হবে।
চীনা রাষ্ট্রদূত লি জিমিং সোমবার কোয়াড প্রসঙ্গে বলেন, কোয়াডে বাংলাদেশের যোগদান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে 'যথেষ্ট খারাপ' হবে।
রাষ্ট্রদূত বলেন, 'কোয়াড একটি 'সংকীর্ণ উদ্দেশ্যমূলক' ভূ-রাজনৈতিক চক্র এবং বাংলাদেশের এতে যোগদান করা উচিত নয়, কারণ এই উদ্যোগ থেকে কোনও লাভ হবে না।
২০০৭ সালে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে এই জোট গঠিত হয়।
লি জিমিং বলেন, 'ইতিহাস বারবার প্রমাণ করেছে যে এই ধরনের অংশীদারিত্ব অবশ্যই আমাদের প্রতিবেশীদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক উন্নতি এবং জনগণের মঙ্গলকে ক্ষতিগ্রস্ত করেছে।'
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এ কথা বলেন।