সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ইয়াসের আগেই ঝড়-বৃষ্টির মধ্যে প্রাণ হারাল দু’জন
সাতক্ষীরা সদর উপজেলার পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) বিকেল ৪টার দিকে ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুতের তার ছিড়ে গায়ে পড়ে ও বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, ধুলিহর ইউনিয়নের আছানডাঙ্গা গ্রামের মল্লুক কবিরাজ (৭০) ও ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহ্পুর গ্রামের মেঘা বারুইয়ের ছেলে নিরাপদ বারুই (৫০)।
ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু সানা জানান, বিকেল ৪টার দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে বিলের ভিতর থেকে গরু আনতে যায় মল্লুক কবিরাজ। ফিরে আসার সময় বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে তার গায়ের উপর পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে তার আগেই প্রাণ গেল তার। ঘটনাটি খুব দুঃখজনক।
ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমান বলেন, বিলের মধ্যে গরু আনতে গেলে ঝড়, বজ্রপাত ও প্রচুর বৃষ্টি শুরু হয়। এ সময় বিলের মধ্যে একটি ছোট টং ঘরে তিনজন আশ্রয় নেয়। সেখানে বজ্রপাতে নিরাপদ বারুই মারা গেছে। ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানবে ২৬ মে। তার আগে থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করছি। টানা কয়েকদিন প্রচন্ড গরমের পর ঝড়-বৃষ্টি হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি কেউ থানাতে জানায়নি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।
সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বিকেলের ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। তবে এটিকে ইয়াস ঝড়ের প্রভাব বলা যাবে না।